ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্দেশনা মানছে না ১১ ব্যাংক

প্রকাশিত: ০৫:২১, ২৪ আগস্ট ২০১৭

নির্দেশনা মানছে না ১১ ব্যাংক

ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনার নির্দেশনা মানছে না ১১টি ব্যাংক। এদের মধ্যে আমানতের সুদ হার কমিয়ে ঋণের সুদহার বাড়িয়ে দিয়েছে কোন কোন ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, বিদেশী ব্যাংকগুলোর পরিচালন খরচ কম হওয়ায় তাদের স্প্রেড বরাবরই কিছু বেশি থাকছে। তবে দেশীয় ব্যাংকগুলোর এমন আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ব্যাংকটির ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান জুন শেষে দাঁড়িয়েছে ৬.৯৮ শতাংশ। একই অবস্থা বিদেশী এইচএসবিসি, সিটি ব্যাংক এনএ, ওরি ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার। যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পুরোপুরি লঙ্ঘন। বিশ্লেষকরা বলছেন, এই ব্যাংকগুলোর স্বল্প সুদে আমানত পাওয়ায় দেশীয় ব্যাংকগুলোর থেকে বেশি লাভ করার সুযোগ পাচ্ছে। ছয়টি দেশীয় ব্যাংকেরও ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান ৫ শতাংশের বেশি। যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। -অর্থনৈতিক রিপোর্টার
×