ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্ষার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি কম

প্রকাশিত: ০৫:২০, ২৪ আগস্ট ২০১৭

বর্ষার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি কম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্ষা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনাগ্রহ ব্যবসায়ীদের। ভারতে এলসিভ্যালু বেশি, পাশাপাশি টানা বৃষ্টিতে নষ্ট হওয়ার ভয়- এ কারণে পেঁয়াজ আমদানি করছেন না তারা। ফলে গত এক মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি বেশ কমেছে। এদিকে ভারতীয় পেঁয়াজ কম আসায় স্থানীয় বাজারে দফায় দফায় বাড়ছে এর দাম। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজ বাজারে না আসলে দেশের বাজারে কমবে না পেঁয়াজের দাম। দেশের পেঁয়াজের বাজার অনেকটাই নির্ভরশীল ভারতীয় পেঁয়াজের ওপর। কিন্তু ভারতে এলসি ভ্যালু বৃদ্ধি ও টানা বৃষ্টিতে নষ্ট হওয়ায় এক মাসেরও বেশি সময় ধরে আমদানিকারকরা খুব একটা পেঁয়াজ আমদানি করছে না। বেনাপোল স্থলবন্দর দিয়ে যেখানে প্রতিদিন ১০ থেকে ১২ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন তা কমে দাঁড়িয়েছে সর্বোচ্চ ২ ট্রাকে। একদিকে আমদানি কম অন্যদিকে টানা বৃষ্টির কারণে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম চড়া। গত দুইদিন দাম কিছুটা কমলেও এখনও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। অস্থিতিশীল বাজার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীরাও। ব্যবসায়ীরা মনে করেন, ভারতীয় পেঁয়াজ বাজারে না আসলে দেশের বাজারে এর দাম স্বাভাবিক হবে না। চলতি আগস্ট মাসের ১৬ তারিখ পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ৫৭ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। যার পরিমাণ ১ হাজার ৩৯৩ দশমিক ৫ টন।
×