ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লভ্যাংশ পাঠিয়েছে প্রিমিয়ার ব্যাংক

প্রকাশিত: ০৫:১৮, ২৪ আগস্ট ২০১৭

লভ্যাংশ পাঠিয়েছে প্রিমিয়ার ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে। উল্লেখ্য, আলোচ্য সময়ে ব্যাংকটি ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ। অর্থনৈতিক রিপোর্টার শেয়ার বেচবেন ইউনিয়ন ক্যাপিটাল পরিচালক পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটালের মনোনীত পরিচালক তাজরিনা শিকদার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এ পরিচালক ২ লাখ শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, তাজরিনা শিকদারের কাছে কোম্পানির মোট ৬ লাখ ৬৯ হাজার ৪১১টি শেয়ার আছে। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে বিক্রি করতে পারবেন। অর্থনৈতিক রিপোর্টার
×