ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

প্রকাশিত: ০৫:১৬, ২৪ আগস্ট ২০১৭

শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৩ আগস্ট ॥ শিক্ষার মান উন্নয়নে খুদে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি। বুধবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কামারিয়া ইউনিয়নের ২৩ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী মোট ৩শ’ ৫০ জন শিক্ষার্থীর মাঝে ওই ছাতা বিতরণ করা হয়। এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম মৃধা ও কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের বস্ত্র প্রদান নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৩ আগস্ট ॥ বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর ব্যক্তিগত তহবিল থেকে সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের পদ্মা-মেঘনা নদীতে ভাঙন কবলিত ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১টায় রাজরাজেশ^র মোজাফফরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা হলরুমে এসব বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজিত রায় নন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া। বকশীগঞ্জে ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৩ আগস্ট ॥ বকশীগঞ্জ উপজেলায় বাবুল চিশতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠাতা শিল্পপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতীর নিজস্ব তহবিল থেকে বন্যাকবলিত এলাকায় প্রায় ৫০ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলার বন্যাকবলিত চরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার বন্যার্ত পরিবারের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। টানা পাঁচদিন ধরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বাবুল চিশতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের ত্রাণ বিতরণে অংশ নেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাবুল চিশতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার সাইফুল মাতব্বর প্রমুখ।
×