ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ইয়াসমিন ট্র্র্যাজেডি দিবস আজ

প্রকাশিত: ০৫:১৫, ২৪ আগস্ট ২০১৭

দিনাজপুরে ইয়াসমিন ট্র্র্যাজেডি দিবস আজ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ আজ ২৪ আগস্ট কিশোরী ইয়াসমিন ট্র্যাজেডি দিবসের ২২ বছর পূর্তি। ১৯৯৫ সালের এ দিনে দিনাজপুরে কয়েক বিপথগামী পুলিশ সদস্যের হাতে ধর্ষণ ও নির্মম হত্যাকা-ের শিকার হয়েছিল কিশোরী ইয়াসমিন। সে সময় এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল সর্বস্তরের জনতা। ২৪ আগস্ট নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নিহত ইয়াসমিনের মা শরিফা বেগম আজ বৃহস্পতিবার শহরে তার গোলাপবাগ মহল্লার বাড়িতে কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। পরিবারের পক্ষ থেকে শেখ জাহাঙ্গীর গোরস্তানে ইয়াসমিনের কবর জিয়ারতের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও মহিলা পরিষদ, বালুবাড়ী মহিলা উন্নয়ন সংস্থা, পল্লীশ্রীসহ বেশকিছু নারী ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসমিনের কবর জিয়ারত, দিনব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী নিয়েছে।
×