ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

প্রকাশিত: ০৫:১৪, ২৪ আগস্ট ২০১৭

 ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ আগস্ট ॥ ভাঙ্গা উপজেলার পুলিয়া গাবতলী নামক স্থানে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী ইলিশ পরিবহনের সঙ্গে বিপরীতমুখী সুপার ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। মঙ্গলবার গভীর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের হেলপার বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে ১০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ায় পথচারী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, বিজয়নগরের ট্রাক চাপায় অজ্ঞাতনামা (৪০) পথচারী নিহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামবাদে এ ঘটনা ঘটে। বিশ্বরোড থেকে চান্দুরামুখী একটি ট্রাক ইসলামবাদ এলাকা অতিক্রম করার সময় পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পানিতে ডুবে দুই কৃষকের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নদীর পানিতে ডুবে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে জেলা সদরের চারালকাটা নদী ও কিশোরীগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীতে পৃথক ঘটনায় এই দুই বৃদ্ধ নিহত হয়। এরা হলোÑ সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের লতিফচাপড়া বাড়াইপাড়া গ্রামের মৃত ভরসা মাহমুদের ছেলে মোখছার আলী (৭০) ও কিশোরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রূপালী কেশবা গ্রামের মৃত আলী মাহমুদের ছেলে একাব্বর আলী (৬৫)। কিশোরীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম জানান, বৃদ্ধ কৃষক একাব্বর আলী বুধবার সকাল ৯টার দিকে গরুর খাবার ঘাস সংগ্রহের জন্য যমুনেশ্বরী নদী পার হচ্ছিল। এ সময় নদীর গভীর পানিতে ডুবে ভেসে গেলে এলাকাবাসী তাকে মৃত উদ্ধার করে। অপরদিকে সদর উপজেলার চাপড়া সরমজানী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান সকাল ১০টার দিকে বৃদ্ধ কৃষক মোখছার আলী জমির ফসল দেখতে গিয়ে পানি পড়ে চারালকাটা নদীতে ভেসে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে দুই কিলোমিটার অদূর হতে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।
×