ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে আগ্রহী ওকান ভার্সিটি

প্রকাশিত: ০৫:১৪, ২৪ আগস্ট ২০১৭

বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে আগ্রহী ওকান ভার্সিটি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে তার দফতরে মঙ্গলবার উগুর এরকায়, ইন্টারন্যাশনাল অফিস ম্যানেজার, ওকান ইউনিভার্সিটি, ইস্তাম্বুল, তুরস্ক এক সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে উগুর এরকায় ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন, ওকান ইউনিভার্সিটি (প্রাইভেট ইউনিভার্সিটি), ইস্তাম্বুল, তুরস্ক বাংলাদেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে দশটি বৃত্তি প্রদান করতে আগ্রহী। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশী কোন শিক্ষার্থী ওকান ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইলে বিশ্ববিদ্যালয়টি সব সহযোগিতা প্রদান করবে।প্রফেসর মান্নান বলেন, ওকান ইউনিভার্সিটি বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে চাইলে ইউজিসি এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। অনুষ্ঠানে ড. মোঃ খালেদ, সচিব, ইউজিসি, উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×