ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে ইউপি সচিব অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১১, ২৪ আগস্ট ২০১৭

শরীয়তপুরে ইউপি সচিব অপসারণ দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৩ আগস্ট ॥ বুধবার দুপুরে নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়ন পরিষদের সচিব মলিনা নাসরিনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে স্থানীয় বিঝারী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উক্ত ইউপির সদস্য ও স্থানীয় লোকজন। অপরদিকে এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সরকারী কাজে বাধা প্রদান, শরীরে চেয়ার নিক্ষেপ করার অভিযোগে স্থানীয় বাসিন্দা জানে আলম চৌকিদারের বিরুদ্ধে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন সচিব মলিনা নাসরিন। নড়িয়া থানা, বিঝারী ইউপি ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে চাকরি করে আসছেন মলিনা নাসরিন। স্থানীয় হালান ঢালী, সেতু তালুকদারসহ অনেকেই অভিযোগ করেন, জন্মনিবন্ধন, জন্মনিবন্ধন পরিবর্তন, সংশোধন, ট্যাক্স আদায়, নাগরিক সনদ ও পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে বিনা পয়সায় সেবা দেয়ার নিয়ম থাকলেও উক্ত ইউপি সচিব মলিনা নাসরিন কোন টাকা ছাড়া কাজ করে না। সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা নিয়ে থাকে। কেউ অতিরিক্ত টাকা দিতে না চাইলে তার কাজ করেন না। কেউ প্রতিবাদ করলে সচিব তাদের সঙ্গে দুর্ব্যবহার করে।
×