ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিডরে ধসে পড়া ব্রিজ মেরামত হয়নি আজও

প্রকাশিত: ০৫:১০, ২৪ আগস্ট ২০১৭

সিডরে ধসে পড়া ব্রিজ মেরামত হয়নি আজও

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সিডরে ধসে পড়া সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠী ও চরকরনজির গ্রামের মরা নদীর পার্শ্ববর্তী খালের ওপর নির্মিত একমাত্র ব্রিজটি দীর্ঘদিনেও মেরামত কিংবা নতুন করে নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে চরম দুর্ভোগে রয়েছে ওই দুইটি গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ কয়েক হাজার বাসিন্দা। স্থানীয়রা জানান, জনগুরুতপূর্ণ ব্রিজটি সংস্কার কিংবা মেরামত না করায় ওই এলাকার অসুস্থ রোগীদের সময়মতো হাসপাতালে নেয়া যাচ্ছে না। সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় চিকিৎসার অভাবে অনেক রোগীর মৃত্যুর কারণ হয়েও দাঁড়িয়েছে। এছাড়া কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ধসে পরা ব্রিজের স্থানে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে প্রায়ই সাঁকো থেকে পড়ে আহত হচ্ছে। সূত্রমতে, ১৯৮৮ সালে মরা নদীর পার্শ¦বর্তী খালের ওপরে এ ব্রিজটি নির্মাণ করার পর ইউনিয়নের দুইটি গ্রামের কয়েক হাজার মানুষ সড়ক পথে যাতায়াতের সুবিধা পায়। এরই মধ্যে সিডরের সময় ব্রিজটি ধসে পড়ার পর স্থানীয়রা ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারস্থ হয়েও ব্যর্থ হয়। পরবর্তীতে ওই স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।
×