ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গী ও মাদকবিরোধী সভা

প্রকাশিত: ০৫:০৯, ২৪ আগস্ট ২০১৭

জঙ্গী ও মাদকবিরোধী সভা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ আগস্ট ॥ কলমাকান্দা উপজেলার বালুচড়া সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বুধবার ‘সন্ত্রাস, জঙ্গীবাদ, মৌলবাদ, মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বালুচড়া ধর্মপল্লীর পুরোহিত জোসেপ চিসিমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ। বক্তব্য রাখেন স্থানীয় থানার ওসি একেএম মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, উপজাতি নেতা রবিন কুবি, সাংবাদিক জাফর উল্লাহ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চার্লস নকরেক প্রমুখ। হেলথ ক্যাম্প উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে দিনব্যাপী হেলথ ক্যাম্প ও ফ্রি ওষুধ বিতরণ কর্মসূচী বুধবার বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হলে উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তায় তহবিল কর্মসূচীর আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদফতর বরিশাল অফিসের আয়োজনে জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে হেলথ ক্যাম্পের উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোশেনের নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক ডাঃ তৈয়বুর রহমান, বিসিসির প্যানেল মেয়র আলহাজ কেএম শহিদুল্লাহ প্রমুখ।
×