ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্যায় ভেসে গেছে নওগাঁর ৪ হাজার পুকুরের মাছ

প্রকাশিত: ০৫:০৮, ২৪ আগস্ট ২০১৭

বন্যায় ভেসে গেছে নওগাঁর ৪ হাজার পুকুরের মাছ

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ এবারের বন্যায় ধামইরহাট, পতœীতলা, মহাদেবপুর, মান্দা, আত্রাই, রানীনগর ও সদরসহ ১১ উপজেলার ৩ হাজার ৯শ’ ৪৯টি পুকুর ভেসে গেছে। পুকুরগুলোর মাছ ভেসে যাওয়ায় বুধবার পর্যন্ত জেলার মৎস্য চাষীদের ২২ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান নিশ্চিত করেছেন। এদিকে বন্যার পানিতে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে মানুষজন। শুধু মৎস্যজীবী নয়, জেলার প্রায় সকল শ্রেণী-পেশার মানুষ জাল দিয়ে মাছ শিকারে পানিতে নেমেছে। আর এ কারণে জেলায় মাছ ধরার জালের কদরও বেড়ে গেছে।বুধবার নওগাঁ শহরে জাল বেচা-কেনার ধুম পড়ে যায়। এদিন ছিল নওগাঁর হাটবার। শহরের লিটন সেতুর পশ্চিম পাশে সুপারি পট্টির গলিতে জাল বেচা-কেনার হাটে ক্রেতাদের ছিল উপচেপড়া ভিড়। সেই সঙ্গে জাল আমদানিও ছিল চোখে পড়ার মতো। ক্রেতাদের ভিড় দেখে বিক্রেতারাও দাম হাঁকে আকাশচুম্বী।
×