ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিকিৎসার জন্য আজ ভারত যাচ্ছেন দাবাড়ু সিয়াম

প্রকাশিত: ০৪:৪৮, ২৪ আগস্ট ২০১৭

চিকিৎসার জন্য আজ ভারত যাচ্ছেন দাবাড়ু সিয়াম

স্পোর্টস রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ ২০ বছর বয়সী তরুণ-প্রতিশ্রুতিশীল জাতীয় দাবাড়ু, ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামের চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে এসেছে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব। তারা ৬৬ হাজার টাকার চেক তুলে দিয়েছে মেরুদ-ের জটিল রোগে আক্রান্ত সিয়ামের হাতে। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি রাহাত হোসেন, ক্লাবের অন্যতম উপদেষ্টা কবি আনোয়ার মজিদ এবং ক্লাবের সাধারণ সম্পাদক জোবায়দুল হাসান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন চেস প্লেয়ার্স এ্যাসোসিয়েশন বাংলাদেশের দফতর সম্পাদক রাহী মাসুম, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সদস্য মনির হোসেন, মুরাদ হোসেন, নেছার উদ্দিন, গোলাম মোস্তফা মামুন, বাবুল ইসলাম, ইঞ্জিনিয়ার নাসিম আল ইসলাম প্রমুখ। চিকিৎসার জন্য সিয়াম আজ বৃহস্পতিবার ভারতের উদ্দেশে রওনা হবেন। জনকণ্ঠকে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সভাপতি রাহাত খান জানান, ‘আমাদের ক্লাব আগামীতেও সিয়ামের মতো অসুস্থ ও দুস্থ কোন দাবাড়ুর সন্ধান পেলে তাদেরও সাধ্যমতো সাহায্য করতে প্রস্তুত।’
×