ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বলেছেন তামিম ইকবাল

‘এবার করে দেখানোর পালা’

প্রকাশিত: ০৪:৪৮, ২৪ আগস্ট ২০১৭

‘এবার করে দেখানোর পালা’

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন সিরিজে কিছু করে দেখানোর পালা বলেই মনে করেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। বুধবার হাউজুয়ে মোটরসাইকেলের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমন কথা বলেছেন তামিম ইকবাল। অনুষ্ঠানে তামিম বলেছেন, ‘আমরা যতদিন ধরে প্রস্তুতি নিয়েছি আমার মনে হয় অলমোস্ট সব জায়গায় কাভার করেছি। এখন শুধু এক্সিকিউট করার পালা। আরও যে দুইদিন সময় আছে এরমধ্যে ছোট ছোট যে কাজ করার দরকার ওইগুলো নিয়েই আমরা কাজ করছি। পাশাপাশি কোন জায়গা থেকে আরও বেটার ওয়েতে কাজ করতে পারি তাই নিয়েই করছি। আশা করব ২৭ তারিখের মধ্যে আমরা সম্পূর্ণ তৈরি হয়ে যাব। আশা করছি খুব ভাল টেস্ট সিরিজ হবে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজকে সামনে রেখে ১০ জুলাই শুরু হয়েছিল অনুশীলন ক্যাম্প। ৪৫ দিনের এই প্রস্তুতি ক্যাম্পে ক্রিকেটাররা সবদিকেই কাজ করেছেন। এখন সময় তা দেখানোর। তামিম বলেন, ‘আমরা ঘরের মাঠে খেলছি আমাদের একটা এ্যাডভান্টেজ থাকবে। খেলার আগেই আমরা জিততে পারব না। পাঁচটা দিন ভাল খেলে প্রত্যেকটা সেশন ফাইট করেই জিততে হবে। ওরা খুব পেশাদার দল। টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা দল। এটার জন্য আমরা জানি সহজ হবে না অনেক কঠিন হবে।’ সঙ্গে যোগ করেন, ‘তবে এটা অসম্ভবও না যে আমরা হারাতে পারব না। সবকিছু মাথায় রেখেই আমরা এগোচ্ছি, সবকিছু মাথায় রেখে আমরা অনুশীলন করছি দেড়মাস ধরে। সামনে মিটিংও করছি। আশা করছি ২৭ তারিখের মধ্যে আমরা পুরোপরি তৈরি হয়ে যাব।’ তামিম মনে করেন, ‘ওদের সঙ্গে টপ কোয়ালিটির স্পিনার আছে, নাথান লেয়ন সে বেশ ভাল একজন স্পিনার। আমাদের সবকিছুর জন্য তৈরি থাকতে হবে।’ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবালকে নিজেদের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে বিশ্বনন্দিত মোটরসাইকেল ব্র্যান্ড হাউজুয়ে। বুধবার রাজধানীর লেকশোর হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানেই তামিম সিরিজ নিয়ে এমন কথাগুলো বলেন।
×