ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউচার্ডকে বিদায় করলেন রাদওয়ানস্কা

প্রকাশিত: ০৪:৪৭, ২৪ আগস্ট ২০১৭

বাউচার্ডকে বিদায় করলেন রাদওয়ানস্কা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সপ্তাহ থেকেই শুরু হবে ইউএস ওপেন। মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট শুরুর আগে কানেকটিকাট ওপেনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টেনিস তারকারা। তবে ক্যারিয়ারের বাজে সময় পার করা ইউজেনি বাউচার্ড এখানেও নিজেকে মেলে ধরতে পারলেন না। মঙ্গলবার এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার কাছে হেরে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেন কানাডিয়ান টেনিসের এই প্রতিভাবান তারকা। টুর্নামেন্টের শীর্ষ বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এদিন ৬-৩ এবং ৭-৫ গেমে পরাজিত করেন ইউজেনি বাউচার্ডকে। প্রতিপক্ষকে হারাতে এদিন পোল্যান্ডের এই টেনিস তারকা সময় নেন একঘণ্টা ৪৫ মিনিট। বিশ্ব টেনিসে গত কয়েক মৌসুম ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রাদওয়ানস্কা। কিন্তু পোলিশ তারকার দুর্ভাগ্য, এখন পর্যন্ত মেজর কোন শিরোপা জিততে পারেননি তিনি। তবে হাল ছাড়েননি বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা এই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে টেনিস কোর্টে শুরুটা দারুণভাবে করেছিলেন বাউচার্ড। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি তিনি। ২০১৪ সালে প্রথম কানাডিয়ান হিসেবে উইম্বলডনের ফাইনাল খেলে টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন তিনি। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে সে বছরই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন ২৩ বছরের এই তরুণী। কিন্তু গত দুটি বছর এতোটাই বাজে কেটেছে যে সেই বাউচার্ড এখন অবস্থান করছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৭৪ নাম্বারে। তবে বাউচার্ডের আরও একটি দুঃখ। রাদওয়ানস্কার বিপক্ষে কখনই জয়ের স্বাদ পাননি। এবার কানেকটিকাট ওপেনে হারায় চারবারের মুখোমুখি লড়াইয়ে একটিতেও জয়ের মুখ দেখেননি তিনি।
×