ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও প্রস্তুতি ম্যাচ খেলতে চান জিমিরা

প্রকাশিত: ০৪:৪৭, ২৪ আগস্ট ২০১৭

আরও প্রস্তুতি ম্যাচ খেলতে চান জিমিরা

স্পোর্টস রিপোর্টার ॥ হকি ওয়ার্ল্ড রাউন্ড টু’তে দারুণভাবে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ না খেলাকে। এশিয়া কাপের প্রস্তুতি নিতে কিছুদিন আগে চীনে কন্ডিশনিং ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে লাল-সবুজরা। তবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে বড় কোন দলের সঙ্গে আরও কিছু প্রস্তুতি ম্যাচের দাবি জিমি-চয়নদের। যদিও কথা ছিল ভারতে গিয়ে প্রস্তুতি সারার। তবে সে সিদ্ধান্ত থেকে আগেই সরে এসেছে ফেডারেশন। হকির সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানিয়েই দিয়েছেন দেশের বাইরে গিয়ে হয়তো আর প্রস্তুতিটা নেয়া হবে না হকি দলের। বরং মালয়েশিয়া কিংবা চীনকে আমন্ত্রণ জানাবে হকি ফেডারেশন। তারা টুর্নামেন্টের কিছুদিন আগে বাংলাদেশে এসে চার-পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে। দীর্ঘ ৩২ বছর পর আবারও বাংলাদেশে হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এশিয়া কাপ হকি। টুর্নামেন্টটি টার্ফে গড়াচ্ছে আগামী ১১ অক্টোবর থেকে। যেখানে অংশ নেবে আটটি দেশ। এশিয়া কাপ হকির ‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে : বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও জাপান এবং ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে : মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ওমান। আগামী ১১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর দুইদিন পর ভারত এবং ১৫ অক্টোবর জাপানের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে মাহবুব হারুনের শিষ্যরা।
×