ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০২:৪৫, ২৩ আগস্ট ২০১৭

জয়পুরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাট জেলায় বনার্ত মানুষের আহাজারি বন্ধে সরকারীভাবে সাহায্য এখনও ব্যাপকভাবে শুরু না হওয়ায় এই মানুষগুলোর দুর্ভোগ চরমে উঠেছে। জেলার বন্যা কবলিত ২৪টি ইউনিয়নের শতাধিক গ্রাম ক্ষতিগ্রস্থ হলেও এখনও প্রায় ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছে। এই সমস্ত মানুষ কলার ভেলা ও নৌকায় করে চলাচল করছে। সরকারীভাবে ঘোষিত প্রায় শতাধিক গ্রামের ১০ হাজার পরিবারের ৪০ হাজার লোক মানুষ সাহায্যের উপর নির্ভর হয়ে রয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বন্যা কবলিত ডালিম্বা গ্রামের অসহায় মানুষদের মাঝে ৫ কেজি চাল, ৫কেজি আলু বিতরন করেন রাজশাহী বিভাগের পুলিশের আইজিপি খুরশিদ আলম। জেলা পুলিশের অর্থ সহযোগীতায় এই খাদ্য সাহায্য ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন্যার্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান দোগাছী ইউনিয়নের ডালিম্বা, থিয়ট, চকশ্যাম, জিতাপুর, জিতারপুর গ্রামের প্রায় ২হাজার মানুষ পানি বন্দি রয়েছে। এদের জীবন জীবিকা এখন সাহায্য নির্ভর হয়ে পরেছে। এই সমস্ত বন্যার্ত মানুষের পুনর্বাসনে এবং দৈনন্দিন জীবন জীবিকার প্রয়োজনে সরকারীভাবে সাহায্য সহযোগীতা শুরু না হলে চরম দুর্ভোগ নেমে আসবে এই বন্যার্ত এলাকায়।
×