ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে পলিটেকনিক্যাল ছাত্রদের সঙ্গে সংর্ঘষ, আহত ২৫

প্রকাশিত: ০২:৪২, ২৩ আগস্ট ২০১৭

হবিগঞ্জে পলিটেকনিক্যাল ছাত্রদের সঙ্গে সংর্ঘষ, আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ জন্ম দিন পালনকে কেন্দ্র করে বুধবার দুপুরে হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল পুলিশ লাইন সংলগ্ন পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস ও আশপাশ এলাকায় দু’পক্ষের শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষে আহত হয়েছে অন্তত ২৫ জন। তন্মধ্যে বেশ কয়েকজনকে আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ লাইন থেকে মাত্র দেড়’শ গজ নিকটস্থ ওই কলেজের জনৈক ছাত্রের জন্মদিন পালন করতে কিছু শিক্ষার্থী আয়োজন শুরু করলে স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচিত একই কলেজের কতিপয় শিক্ষার্থী তাতে বাঁধা দেয়। এতে উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে বাকতিন্ডার একপর্যায়ে সংর্ঘষ বেঁধে যায়। এসময় আশপাশের গ্রামের কতিপয় বহিরাগত লোকজনও অংশ নেয় বলে অভিযোগ উঠে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ঘন্টাব্যাপী এই সংর্ঘষ চলাকালে ঢাকা-সিলেট ভায়া হবিগঞ্জ জেলাধীন ধুলিয়াখাল-মিরপুর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে এই খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার পর সংশ্লিষ্ট কলেজ বন্ধ দেয়া না হলেও উভয় পক্ষের শিক্ষার্থী ও সমর্থনকারী আশপাশ এলাকার গ্রামের একশ্রেনীর মানুষের মাঝে উত্তেজনা বিরাজ করায় পুলিশ রয়েছে সতর্কাবস্থায়। এ ব্যাপারে সংশ্লিস্ট কলেজ অধ্যক্ষের বক্তব্য নেয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি।
×