ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রান বিতরন চলছে

প্রকাশিত: ০২:১৫, ২৩ আগস্ট ২০১৭

নওগাঁয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রান বিতরন চলছে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় বন্যা দূর্গতদের মাঝে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রান বিতরন অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, সিপিবি, বাসদ, একুশে পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রান সামগ্রী বিতরন করে আসছে। সেই সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিকভাবেও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম ও তাঁর পরিবারের পক্ষ থেকে ধামইরহাট ও পত্নীতলা উপজেলার বানভাসীদের পাশে দাঁড়ানো হয়েছে। ওই দুই উপজেলার ২০ সহস্রাধিক বানভাসী পরিবারের মাঝে ত্রান হিসেবে আটা বিতরন করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের বৈদ্যবাটি গুচ্ছগ্রামে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করা হয়। এদিকে মহাদেবপুর ও বদলগাছি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদূর্গত মানুষের মধ্যে জেলা বিএনপির সদস্য রবিউল আলম বুলেট ব্যক্তিগত উদ্যোগে ত্রান বিতরন করেছেন। মান্দায় বিএনপি নেতা ডা, ইকরামুল বারী টিপু বন্যার্ত মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ধামইরহাট উপজেলার জামালপুর গুচ্ছ গ্রামে বাঁধে আশ্রয় নেয়া বন্যার্তদের মাঝে বুধবার সকালে নৌকায় করে ওই গ্রামে ত্রান পৌঁছে দেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা নূর হোসেন। ত্রান পেয়ে তৃপ্তির যেন শেষ নেই ওই গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষগুলোর। নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের প্রধান কয়েকটি সড়ক বন্যার পানিতে ভেঙ্গে যাওয়ায় এলাকার জনসাধারণের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে জনসাধারণ নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে। ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর কথা চিন্তা করে প্রশাসনের পাশাপাশি নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মাসুদ রানা ৩ টি নৌকা দিয়ে এলাকার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
×