ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন সচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রকাশিত: ০০:২৭, ২৩ আগস্ট ২০১৭

তিন সচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বস্তি এবং অবৈধ ভাবে গড়ে উঠা বালুখালী নতুন রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছেন সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ৩ সচিব। বুধবার সকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণায়ের সচিব শহিদুল হক, সরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড.কামাল উদ্দিন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ কক্সবাজার থেকে সরাসরি কুতুপালং শরণার্থী ক্যাম্পে আসেন। এসময় তারা কুতুপালংয়ে বসবাসরত রেজিষ্ট্রার্ড এবং আনরেজিষ্ট্রার্ড ক্যাম্প ঘুরে দেখেন। নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে আলাপ করেন। বনমন্ত্রণালয়ের সচিব বনবিভাগে জায়গায় রোহিঙ্গা ক্যাম্প স্থাপন নিয়েও বিষদ আলোচনা করেন। ওসময় প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, বন সংরক্ষক, জুগলুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এসএম রেজওয়ানুর হাসান, সহকারী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদৌজ্জা, কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইন উদ্দিন, ও সহকারী কমিশনার (ভুমি) নুর উদ্দিন মো: শিবলী নোমান সহ বিভিন্ন এনজিও সংস্থার পরিচালক, প্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ও রোহিঙ্গা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
×