ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় আলাল

প্রকাশিত: ০৮:৫৭, ২৩ আগস্ট ২০১৭

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় আলাল

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতিকে নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করেছেন, এস কে সিনহাকে নিয়ে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তা অসাংবিধানিক, অশোভন ও শিষ্টাচারবহির্ভূত। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘ইয়ুথ ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত ‘বিচার বিভাগের মর্যাদা, মৌলিক অধিকার ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আলাল বলেন, আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে অনেক অবান্তর কথা বলেছেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘স্বাধীনতা ভাল, কিন্তু তা বালকের জন্য নয়’, প্রধান বিচারপতির কাছ থেকে বালক সুলভ আচরণ আমরা আশা করি না। ‘এছাড়া ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আপীল বিভাগের সাত বিচারকের মধ্যে প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা আদৌ রায় নিয়ে তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পেরেছেন কি না সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রীর এ ধরনের কথার নিন্দা ও প্রতিবাদ জানাই।
×