ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আপন জুয়েলার্স জব্দ সোনা কেন ফেরতের নির্দেশ দেয়া হবে না হাইকোর্টের রুল

প্রকাশিত: ০৮:৫৭, ২৩ আগস্ট ২০১৭

আপন জুয়েলার্স জব্দ সোনা কেন ফেরতের নির্দেশ দেয়া হবে না হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ শুল্ক গোয়েন্দা বিভাগ কর্তৃক আপন জুয়েলার্সের জব্দ করা সোনা কেন ফেরত দেয়ার নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে শুল্ক গোয়েন্দা বিভাগের দেয়া নোটিস কেন বেআইনী ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে করা পাঁচটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমদ ও বিচারপতি মোঃ ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক এ্যাাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী জিনাত হক ও সহকারী এ্যাটর্নি জেনারেল জাকির হোসেন রিপন।
×