ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গীবাদ নির্মূলে শুধু আইন নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ॥ আইজিপি

প্রকাশিত: ০৮:৪৬, ২৩ আগস্ট ২০১৭

জঙ্গীবাদ নির্মূলে  শুধু আইন নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ॥ আইজিপি

হলি আর্টিজনের ঘটনার পর সারাদেশে জঙ্গীদের সঙ্গে আরও ২৩টি সম্মুখযুদ্ধের ঘটনা ঘটলেও এখনও জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব হয়নি। জঙ্গীবাদ নির্মূলে শুধু আইনের ব্যবহার নয়, একই সঙ্গে ব্যাপক সামাজিক সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে। নতুন করে যাতে আরও জঙ্গী তৈরি না হয় সেজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সবাইকে কাজে লাগাতে হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অন্যরকম সিগন্যালের কারণেই এর আগে জজ মিয়া নাটক তৈরি হয়। ফলে মূল ঘটনা উদ্ঘাটিত হয়নি, যা জঙ্গীবাদকে আরও উৎসাহিত করেছে। ২১ আগস্ট রাজধানীর তেজগাঁও এফডিসিতে ব্র্যাক, ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা আয়োজিত বিতর্কবিকাশের ফাইনাল বিতর্কে প্রধান অতিথি হিসেবে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিজ্ঞপ্তি
×