ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে কূটকৌশলের আশ্রয় নিয়েছেন বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ০৭:৪৩, ২৩ আগস্ট ২০১৭

নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে কূটকৌশলের আশ্রয় নিয়েছেন বিএনপি ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব সৃষ্টি করতেই বিএনপি নেতারা কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার রাতে ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সন্ধ্যায় বিএনপির ডাকা সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির দায়ে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাইকোর্টে সাজা হয়েছে। এতিমদের টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত খালেদা জিয়ার মামলার বিচারকার্য শেষ পর্যায়ে। তাই নিশ্চিত শাস্তির আশঙ্কা থেকেই নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে চায় বিএনপি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রী একাধিক দুর্নীতির মামলার আসামি হয়ে ১৫০ বার আদালতে অনুপস্থিত থেকে বিচার বিভাগের প্রতি ব্যক্তিগত অশ্রদ্ধা ও অসম্মান করেছেন। সেই দল ও নেতাদের মুখে বিচার বিভাগের মর্যাদার কথা শোভা পায় না। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী কখনোই বিচার বিভাগের বিরুদ্ধে কোন মন্তব্য করেননি। দেশের যে কোন নাগরিক প্রকাশিত রায়ের গঠনমূলক সমালোচনা করতে পারেন। সেই কারণে প্রধানমন্ত্রী বিচার বিভাগকে নয়, কেবলমাত্র একটি রায়ে উল্লেখিত অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় কিছু পর্যবেক্ষণ ও মন্তব্যের বিষয়ে গঠনমূলক কথা বলেছেন। কিন্তু বিষয়টি নিয়ে একাধিক দুর্নীতি মামলার আসামি বিএনপি নেতা মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপি নেতারা বিভ্রান্ত করার জন্য মিথ্যাচার ও প্রতারণামূলক অভিযোগ তুলে অপরাজনীতি করছেন। তিনি বলেন, দুর্নীতি মামলায় অভিযুক্ত বিএনপি নেতারা সহানুভূতি ও আনুকূল্য পাওয়ার উদ্দেশ্যে নানা ধরনের মন্তব্য করছেন। এছাড়াও তারা বিভিন্ন মামলার ফৌজদারি আসামি। এ মামলা বিচারাধীন রয়েছে, তাই বিশেষ কৃপাদৃষ্টির আশায় তারা মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করছে। ওবায়দুল কাদের বলেন, মওদুদ আহমদের বাড়ির মামলায় প্রমাণিত হয়েছে তিনি জাল দলিল করেছেন। তা সত্ত্বেও টেকনিক্যাল পয়েন্টে তার ফৌজদারি মামলা বাতিল হয়েছে। তাই তিনি বেনিফিশিয়ারি হিসাবে বিভিন্ন মন্তব্য করছেন। তিনি বলেন, অতীতে বিএনপি নেতারা প্রধান বিচারপতির কুশপুতুলদাহসহ আদালত প্রাঙ্গণে নানা জঘন্য ঘটনা ঘটিয়েছে অন্যদিকে আওয়ামী লীগ বিচার বিভাগকে স্বাধীন, মর্যাদা সম্পন্ন এবং উচ্চপর্যায়ে নিয়ে যাবার পদক্ষেপ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে আব্দুল মতিন খসরু, মুকুল বোস, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া, আমিরুল আলম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
×