ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাড়ি শনাক্তকরণ যন্ত্র

প্রকাশিত: ০৬:২৩, ২৩ আগস্ট ২০১৭

গাড়ি শনাক্তকরণ যন্ত্র

আশপাশের এলাকায় কে গাড়ি চালাচ্ছেন, তা জানতে এক ধরনের শনাক্তকরণ যন্ত্র আবিষ্কার করা হয়েছে। ফ্লক নামের যন্ত্রটি বসালে বাড়ি প্রতি বছরে ৫০ ডলার ভাড়া দিতে হবে। যন্ত্রটি সড়কের গাড়ির নম্বর প্লেট ও তাদের ছবি তুলে রাখবে। এমনকি চালকের চেহারাও শনাক্ত করতে পারবে এটি। একজন বিশেষজ্ঞ বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুসারে এ তথ্য সংগ্রহ বৈধ। তবে এ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।-বিবিসি অস্ত্রোপচারে রোবট রোবটের নাম ভারসিয়াস। অস্ত্রোপচারে সবচেয়ে ক্ষুদ্র রোবট। মানুষের হাতের অনুকরণ করতে পারে। ওপেন সার্জারির ক্ষেত্রে ছোট ছিদ্র থেকে শুরু করে বিভিন্ন কাজে এটি ব্যবহার করা যায়। বিশেষ করে হার্নিয়া মেরামত, কালোরেক্টাল অপারেশন, প্রোস্টেট, নাক, কান ও গলার সার্জারিও করতে পারবে এটি। এতে অস্ত্রোপচারের পর ব্যথা কম হয়। থিয়েটারে থ্রিডি স্ক্রীনে এর নিয়ন্ত্রণ করেন সার্জন। এমনকি রোগীর শরীরে কতটুকু চাপ দিতে হবে, তাও ঠিক করতে পারে।-পিটিআই
×