ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জবিতে সংবাদিককে পিটিয়ে আহত, ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:১৬, ২৩ আগস্ট ২০১৭

জবিতে সংবাদিককে পিটিয়ে আহত, ভবন থেকে  পড়ে শ্রমিকের মৃত্যু

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়েছে। ওই সাংবাদিক তার মুঠোফোনে মারামারির ঘটনাটির ভিডিও চিত্র ধারণ করতে গেলে তিনি এই হামলার শিকার হন। এ সময় তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে বলে উপাচার্য বরাবর অভিযোগ করছেন ওই সাংবাদিক। মঙ্গলবার দুপুর দুইটার দিকে বাহাদুর শাহ পার্কে এ ঘটনা ঘটে। এদিকে জবির নির্মাণাধীন সাত তলা ভবনের উর্ধমুখী সম্প্রসারণ কাজে নিয়োজিত এক শ্রমিক ছাদ থেকে পড়ে নিহতের ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের নাম শফিকুল ইসলাম এবং তার বাড়ি ময়মনসিংহ জেলায় বলে একাধিক সূত্রে জানা গেছে। শনিবার সকাল ১০টায় ওই শ্রমিক বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের ১৪ তলায় নির্মাণ কাজে নিয়োজিত ছিল। নির্মাণাধীন ভবনের ৭ তলার ওপর নিরাপত্তা বেষ্টনি না থাকায় ওই শ্রমিক ১৪ তলা থেকে ৭ তলায় টিনের ওপর আছড়ে পড়ে।
×