ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাল টাকা, রুপীসহ ৭ জন গ্রেফতার

প্রকাশিত: ০৬:১৫, ২৩ আগস্ট ২০১৭

জাল টাকা, রুপীসহ ৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পুলিশ ও র‌্যাবের অভিযানে জাল টাকা ও ভারতীয় জাল রুপীসহ ৭ এবং আট ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে সাড়ে ১০ লাখ জাল টাকা ও প্রায় ৩৮ লাখ জাল রুপীর নোট এবং ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র। গত ২১ আগস্ট রাতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার হয় রফিকুল ইসলাম ওরফে খসরু, লিয়াকত হোসেন ওরফে জাকির ও রফিজুল ইসলাম। তাদের কাছ থেকে জাল রুপীগুলো এবং জাল রুপী ও টাকা বানানোর নানা সরঞ্জাম উদ্ধার হয়। একই রাতে ফার্মগেট থেকে গ্রেফতার হয় সোহাগ, আলাউদ্দিন, শহিদুল ইসলাম ও মোজাম্মেল হক। তাদের হেফাজত থেকে একহাজার টাকার নোটের সাড়ে ১০ লাখ জাল টাকার নোট উদ্ধার হয়। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জাল মুদ্রা প্রস্তুত ও বিক্রির সঙ্গে জড়িত। ঈদ উপলক্ষে তারা জাল টাকা ও জাল রুপী প্রস্তুত করেছিল। এদিকে র‌্যাব-২ এর একটি দল মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলার কাছ থেকে দুই নারীসহ আট ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সোহেল (২৫), খলিল (১৮), হালিম (৫০), আলামিন (১৮), সুমন (১৮), শহিদুল ইসলাম (২৮), শারমিন আক্তার সুখি (১৯) ও রুখসানা (২০)। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু ও ব্লেড উদ্ধার হয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা মূলত চলন্ত যাত্রীদের হাতে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ, গলায় বা কানে থাকা স্বর্ণালঙ্কার টান মেরে ছিড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যেতো।
×