ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজারে ২০এমপি ফ্রন্ট ক্যামেরার ‘সেলফি কিং’ ফোন

প্রকাশিত: ০৬:০৭, ২৩ আগস্ট ২০১৭

বাজারে ২০এমপি ফ্রন্ট ক্যামেরার ‘সেলফি কিং’ ফোন

নিজের ছবি নিজে তোলাকে বলা হয় সেলফি। বর্তমান সময়টাকে বলা চলে সেলফি যুগ। হাল আমলে মোবাইল ফোনের সবচেয়ে কাক্সিক্ষত ফিচার এটি। সেলফিপ্রেমীদের জন্য ওয়ালটন দিচ্ছে নতুন চমক। প্রথম দেশীয় ব্র্যান্ড হিসেবে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার স্মার্টফোন আনছে ওয়ালটন। জেডএক্স সিরিজের নতুন এ ফ্ল্যাগশিপ ফোনের মডেল ‘জেডএক্স-থ্রি’, যাকে বলা হচ্ছে ‘সেলফি কিং’। সম্প্রতি ওয়ালটনের নিজস্ব কার্যালয়ে নতুন এ হ্যান্ডসেটের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, হুমায়ূন কবির ও এসএম জাহিদ হাসান, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও এসএম রেজওয়ান আলম, এ্যাডিশনাল ডিরেক্টর ফিরোজ আলম, ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ। অর্থনৈতিক রিপোর্টার বাজারে সিম্ফনির নতুন আকর্ষণ বাংলাদেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো এমন একটি স্মার্ট ফোন ঝুসঢ়যড়হু চ৮ চজঙ যা দিয়ে রাতেও তোলা যাবে অসাধারণ সব ছবি। মেটাল ডিজাইনের ৫.৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ন্যুগাট ৭.০। ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরের এই স্মার্টফোনটিতে আছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। ২ জিবি র‌্যাম এবং এইচডি ডিসপ্লে থাকার কারণে হাই কোয়ালিটি গেমস বা ভিডিও দেখা নিয়ে কোন ধরনের ঝামেলা পোহাতে হবে না। স্মার্টফোনটিতে মনোমুগ্ধকর সেলফি তোলার জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং রাতে ভাল ছবি তোলার জন্য ব্যাক সাইডেও আছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। স্মার্টফোনটির ডুয়াল ফ্ল্যাশ আপনাকে দেবে বেস্ট ক্যামেরা এ্যাক্সপেরিয়েন্স আর সঙ্গে আছে ওয়ান টাচ সেলফি বাটন যা আপনাকে দিবে ইন্সট্যান্ট ক্যামেরা সুইচের সুবিধা। বিজ্ঞপ্তি
×