ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনুমোদন ছাড়াই বায়ার্স ক্রেডিটে ব্যাংক গ্যারান্টির সুযোগ

প্রকাশিত: ০৬:০৫, ২৩ আগস্ট ২০১৭

অনুমোদন ছাড়াই বায়ার্স ক্রেডিটে ব্যাংক গ্যারান্টির সুযোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই স্বল্পমেয়াদের বায়ার্স ক্রেডিটে ব্যাংক গ্যারান্টি প্রদানের সুযোগ দেয়া হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো আমদানিকারকের নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য কাঁচামাল আমদানিতে ১৮০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিটে গ্যারান্টি প্রদান করতে পারবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। পরিপত্রে বলা হয়েছে, স্বল্পমেয়াদে শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের (আইআইটিএফসি) অনুকূলে ব্যাংকগুলো গ্যারান্টি ইস্যু করতে পারবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের কোন অনুমোদনের প্রয়োজন হবে না। তবে ব্যাংককে অবশ্যই ঋণ নিয়মাচার যথাযথভাবে পরিপালন করতে হবে। সেক্ষেত্রে একক গ্রাহক ঋণসীমা কোন অবস্থায় অতিক্রম করে অর্থায়ন করা যাবে না। পরিপত্রে আরও বলা হয়েছে, কোন প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক এ ধরনের বায়ার্স ক্রেডিটের তথ্য চাইলে ব্যাংকগুলোকে আমদানির বিল অব এন্ট্রিসহ সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। বায়ার্স ক্রেডিট হচ্ছে দেশের আমদানিকারকের বিদেশী কোন প্রতিষ্ঠান থেকে বৈদেশিক মুদ্রায় নেয়া ঋণ।
×