ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণি

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ আগস্ট ২০১৭

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণি

নবম ও দশম শ্রেণি হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায়(প্রথম পরিচ্ছেদ) প্রস্তুতি-১ বহুনির্বাচনী-৩০ ১। ধর্ম শব্দের অর্থ কী ? (ক) ধারণ করা (খ) আরোহণ করা (গ) জ্ঞান আরোহন (ঘ) দীক্ষা গ্রহণ। ২। কলিযুগের অস্তে অবতার হিসেবে কার আবির্ভাব ঘটবে? (ক) কূর্ম (খ) বরাহ (গ) বামন (ঘ) কল্কি। ৩। ঈশ্বরের সাকার রূপ কারা ? (ক) মুনি-ঋষি (খ) দেব-দেবী (গ) যোগী-সন্ন্যাসী (ঘ) সাধক-সাধিকা। ৪। রোগ প্রতিরোধকারী দেবী কে ? (ক) লক্ষ্মী (খ) দুর্গা (গ) কালী (ঘ) শীতলা। ৫। পরমাত্মার মৃত্যু নেই,কারণ পরমাত্মাÑ (র) শাশ্বত (রর) অজ, নিত্য (ররর) কোন কারণে উৎপত্তি হয়নি নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও ঃ সুমিতা দেবী ফলাকাক্সক্ষা ত্যাগ করে প্রতিদিন সকাল-সন্ধ্যায় ধ্যানে মগ্ন থেকে ইশ্বরের উপাসনা করেন। তার জীবনের উদ্দেশ্য মোক্ষলাভ। ৬। সুমিতা দেবী কোন ধরনের উপাসনা করেন? (ক) সাকার (খ) নিরাকার (গ) সকাম (ঘ) সমবেত। ৭। নিয়মিত উপাসনার ফলে সুমিতা দেবীর- (র) হৃদয় পরিশুদ্ধ ও পবিত্র হবে (রর) মনের দৃঢ়তা বৃদ্ধি পাবে (ররর) ঈশ্বরের সান্নিধ্য লাভের প্রত্যাশা পূরণ হবে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৮। নিরাকার ঈশ্বরের সকার রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে কী বলে? (ক) অবতার (খ) ভগবান (গ) ঋষি (ঘ) পরমাত্মা। ৯। আমরা ¯্রষ্টার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভ করতে পারি কীভাবে? (ক) ধ্যান করে (খ) উপাসনা করে (গ) জ্ঞানযোগে (ঘ) কর্মযোগে। ১০। ব্রক্ষ্ম শব্দের অর্থ কী ? (ক) ভূমন্ডল (খ) বায়ুমন্ডল (গ) সর্ববৃহৎ (ঘ) আকাশমন্ডল। ১১। ব্রক্ষ¥া, প্রকৃতি ও মহাবিশ্বকে তাঁর কোন শক্তির মাধ্যমে রক্ষা করে থাকেন ? (ক) দিব্যশক্তি (খ) অধিশক্তি (গ) নিত্যশক্তি (ঘ) ঐশ্বরিকশক্তি। ১২। পরমাত্মার যা নেই - (ক) মৃত্যু ও অস্তিত্ব (খ) জন্ম ও অস্তিত (গ) জন্ম ও মৃত্যু (ঘ) পুনজন্ম। ১৩। ¯্রষ্টাকে আমরা যে নামে ডাকি- (র) পরমেশ্বর (রর) পরমাত্মা (ররর) আত্মা। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। বৈশিষ্ট্যগত দিক থেকে ব্রক্ষ্ম হলেনÑ (র) জ্যোতির্ময় (রর) শুদ্ধ (ররর) সর্বজ্ঞ নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৫। জ্ঞানীর কাছে ঈশ্বর কী ? (ক) ব্রক্ষ্ম (খ) দেবতা (গ) ভগবান (ঘ) অবতার। ১৬। কৃপা বলতে যা বোঝায়- (ক) আদর (খ) দয়া (গ) সাক্ষাৎ (ঘ) ভালোবাসা। ১৭। অবতার শব্দটি কী শব্দ ? (ক) তৎসম বা সংস্কৃত (খ) অর্ধতৎসম (গ) দেশি (ঘ) বিদেশি। ১৮। সৃষ্টিকর্তার আদেশে কী পরিচালিত হচ্ছে? (ক) চন্দ্র (খ) সূর্য (গ) গ্রহ-নক্ষত্র (ঘ) সবকিছু। ১৯। ব্রক্ষ্মা কিসের দেবতা ? (ক) সৃষ্টির (খ) ধ্বংসের (গ) রক্ষার (ঘ) প্রতিপালনের। উত্তর ঃ ১(ক), ২(ঘ), ৩(খ), ৪(ঘ), ৫(ঘ), ৬(খ), ৭(ঘ), ৮(ক), ৯(খ), ১০(গ), ১১(ঘ), ১২(গ), ১৩(ঘ), ১৪(ঘ), ১৫(ক), ১৬(খ), ১৭(ক), ১৮(ঘ), ১৯(ক)।
×