ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫১, ২৩ আগস্ট ২০১৭

টুকরো খবর

বাস-লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধাজ্ঞা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আসন্ন পবিত্র ঈদ-উল আযহার সময় বাস ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী হয়ে যেন কেউ লঞ্চ ও বাসে ভ্রমণ না করেন সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কোরবানিকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী, বাস ও নৌ-যান মালিক সমিতি এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেছেন। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, জেলার ১ হাজার ৬৬৫টি নির্ধারিত স্থানে কোরবানি দিবে বরিশালবাসী। কোরবানি দেয়ার পর যাতে পরিবেশ দূষণ না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সব শ্রেণী ও পেশার মানুষকে অনুরোধ করেছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে লঞ্চ মালিকদের দৃষ্টি আকর্ষণ করে অতিরিক্ত যাত্রী বোঝাই না করার আহ্বান করা হয়। সড়ক ও নদী পথে অতিরিক্ত যাত্রী বহনের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। ইউপি চেয়ারম্যান অপসারণ দাবি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোড়েলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউপি চেয়ারম্যান শাহচান মিয়া শামীমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণ ও তার বিচারের দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ ও ইউনিয়নের সব সদস্যগণ ছাড়াও ইউনিয়নবাসী অংশগ্রহণ করেন। পরে তারা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক মতবিনিময় স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কন্যাশিশু নির্যাতন, বর্তমান প্রেক্ষাপট ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা মঙ্গলবার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্তি বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা। বেসরকারী সংস্থা উত্তরণ, তালা থানা ও তালা প্রেসক্লাবের আয়োজনে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আলতাফ হোসেন, ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, সহকারী পুলিশ সুপার আতিকুল হক, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, অধ্যক্ষ আনিসুর রহিম, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ। ইবি শিক্ষক চাকরিচ্যুত ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক সভাপতি আসাদুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়েছে। ছাত্রীর সঙ্গে যৌন নির্যাতন, বিভাগের অর্থ আত্মসাত এবং পিএইচডি জালিয়াতির দায়ে কর্মদক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪ ধারার ১ এর এফ অনুযায়ী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে চাকরিচ্যুত করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৩৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট একই বিভাগের শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস এবং অর্থ আত্মসাতের ঘটনায় তিন বছরের জন্য তার পদোন্নতি বন্ধ করা হয়েছে। একই সঙ্গে তিনি ৩টি ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত এবং ৫ বছর বিশ্ববিদ্যালায়ের প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। এদিকে ‘ডি’ ইউনিটের প্রশ্নে অসঙ্গতির ঘটনায় ৩ শিক্ষককে সতর্ক করা হয়েছে। বঙ্গবন্ধু হলের কর্মকর্তা ওয়ালিদুর রহমান মুকুটকে ৮৬ হাজার টাকা পরিশোধ করার নির্দেশ ও বঙ্গবন্ধু হল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। চাক্তাই খালপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চাক্তাই এলাকার খালপাড় থেকে উচ্ছেদ করা হয়েছে দুটি অবৈধ ঘাট এবং ১২টি ভাসমান দোকান। এছাড়া নির্মাণ সামগ্রী রেখে সড়কে চলাচলে ব্যাঘাত সৃষ্টি করায় এক ব্যক্তিকে অর্থদ- প্রদান করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এবং জাহানারা ফেরদৌসের নেতৃত্বে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। চসিক সূত্রে জানানো হয়, চাক্তাই খালকে মুক্ত করার লক্ষ্যে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে উচ্ছেদ হয়েছে দুটি ঘাট এবং ভাসমান দোকানপাটগুলো। সড়কে ইট বালু স্তূপ করে রাখার দায়ে ফজলুর রহমান নামের এক ব্যক্তিকে জরিমানা করা হয়। নগরীর চেরাগীপাহাড় মোড়ের কদম মোবারক এতিমখানা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কয়েকটি অবৈধ ভাসমান দোকানও উচ্ছেদ করা হয়েছে। বানভাসি মানুষের জন্য একদিনের বেতন ॥ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বানভাসি মানুষের পাশে দাঁড়িযেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কর্পোরেশনের ২৫তম সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন প্রদান করবেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। চসিককে ৩০ লাখ টাকার কর বাংলালিংকের স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পৌরকর বাবদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ২৯ লাখ ৮১ হাজার টাকা পরিশোধ করেছে বেসরকারী মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড। চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের কাছে মঙ্গলবার চেক মারফত এই টাকা পরিশোধ করে বাংলালিংক কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের কর্মকর্তা মোঃ জাকির হোসেন, রমিজুল ইসলাম মানিক, সুমন কুমার দাশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা শাহ আলম, উপকর কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বাংলালিংকের ১৬৪টি টাওয়ার রয়েছে। অস্ত্রসহ তিন ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২২ আগস্ট ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের হাছিয়া পাড়া এলাকায় সোমবার রাতে র‌্যাব-৭ অভিযান চালিয়ে ৭টি অস্ত্র ও ২০ রাউন গুলি সহ ৩ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আলম, শহিদ ও হারুন। এরা সবাই পার্শ্বেবর্তি পেকুয়া উপজেলার বাসিন্দ। এদিকে মঙ্গরবার গ্রেফতারকৃত ৩ ব্যবসায়ীকে বাঁশখালী থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন।
×