ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রেণীকক্ষে সিসি ক্যামেরা

প্রকাশিত: ০৫:৫১, ২৩ আগস্ট ২০১৭

শ্রেণীকক্ষে সিসি ক্যামেরা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ আগস্ট ॥ বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান শ্রেণীকক্ষে সিসি ক্যামেরার উদ্বোধন করেন। পরে ওই বিদ্যালয়ের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক নারগিস আখতার জাহানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম মিয়া প্রমুখ। এ্যানিমেল ব্লাড ব্যাংক স্থাপন বাকৃবি সংবাদদাতা ॥ গৃহপালিত পশু পাখিসহ গবাদি পশুর চিকিৎসায় স্বল্পমূল্যে বিশুদ্ধ রক্ত সরবাহের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এ্যানিমেল ব্লাড ব্যাংক স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ভেটেরিনারি অনুষদের সার্জারি এ্যান্ড অবস্ট্রেটিক্স বিভাগের উদ্যোগে স্থাপিত ওই ব্লাড ব্যাংক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর। অধ্যাপক ড. মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান। এ সময় জানানো হয় বিভিন্ন সময় গৃহপালিত গবাদি পশুপাখি এ্যানিমিয়া ও প্রোটিনের বিভিন্ন সমস্যা রক্তশূন্যতায় ভোগে। এর ফলে পশুর চিকিৎসার জন্য ব্লাড ব্যাংকটি স্থাপন করা হয়েছে।
×