ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাকৃবির দুই কার্যালয়ে তালা

প্রকাশিত: ০৫:৫০, ২৩ আগস্ট ২০১৭

বাকৃবির দুই কার্যালয়ে তালা

বাকৃবি সংবাদদাতা ॥ জাতীয় বেতন স্কেল ১৫ বাস্তবায়ন ও পদোন্নতির দাবিতে কর্মকর্তাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ না করায় রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত কর্মকর্তারা। মঙ্গলবার দুপুর ২টার দিকে অফিসার পরিষদের নেতারা ক্ষুব্ধ হয়ে তালা ঝুলায়। জানা গেছে, জাতীয় বেতন স্কেল ১৫ বাস্তবায়ন ও পদোন্নয়নের দাবিতে গত জুন মাসে কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ। সে সময় তাদের আন্দোলনে একাত্ম ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ। ওই আন্দোলনের প্রেক্ষিতে তিন সপ্তাহের সময় দিয়ে স্কেল বাস্তবায়ন কমিটি ও স্টান্ডিং কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কমিটির আগামী ৩১ আগস্ট প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও কর্মকর্তারা ২০ আগস্ট সময় বেঁধে দেন। কর্মকর্তাদের দেয়া সময়ের মধ্যে প্রতিবেদন জমা না পড়ায় মঙ্গলবার পুনরায় প্রশাসন ভবনের সামনে কর্মবিরতি করে তারা। এই কর্মবিরতিতে রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ যোগ না দেয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় কর্মকর্তারা। বগুড়ায় বৃক্ষমেলা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শহীদ টিটু মিলনায়তন চত্বরে সামজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এক সপ্তাহের বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ পুলিশ সুপার আসাদুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। বিভাগীয় বন কর্মকর্তা জানান ফলদ বৃক্ষের চারা রোপণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সকালে পদযাত্রার মাধ্যমে মেলায় আয়োজন শুরু হয়। কর্তৃপক্ষ বলেছে মেলায় স্টল আছে ৪০টি। তবে গুনে পাওয়া যায় ২০টি।
×