ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষিকাকে ধর্ষণ

অপরাধীর দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ আগস্ট ২০১৭

অপরাধীর দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২২ আগস্ট ॥ স্বামীকে আটকে রেখে একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন, প্রতিবাদ সভা ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি দেয়া হয়েছে। শিক্ষকদের এ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা, বরিশাল, বরগুনা ও স্থানীয় আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে সর্বস্তরের পেশার নাগরিকরা অংশ গ্রহন করেন। অন্যদিকে শিক্ষকদের কালোব্যাজ ধারনের দ্বিতীয় দিনেও প্রতিবাদ কর্মসূচী চলছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন পালন করেন তারা। ইউজিসিতে কর্মশালা বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে কমিউনিকেশনের ডেভেলপমেন্ট (সিফরডি)-এর ওপর পাঠ্যক্রম প্রণয়ন এবং এ খাতে গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদান করার জন্য তিন দিনব্যাপী এক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) যৌথভাবে আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালা সোমবার ইউজিসি অডিটোরিয়ামে শুরু হয় যা আজ বুধবার পর্যন্ত চলবে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে এ্যাডওয়ার্ড বেগবেডার, প্রতিনিধি, ইউনিসেফ, বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি।
×