ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধলেশ্বরীর ভাঙ্গনের কবলে লাকিরচর আশ্রয়ণ প্রকল্প

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ আগস্ট ২০১৭

ধলেশ্বরীর ভাঙ্গনের কবলে লাকিরচর আশ্রয়ণ প্রকল্প

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২২ আগস্ট ॥ ধলেশ্বরী নদীর তীব্র স্রোতের কারণে ভাঙ্গনের কবলে পড়ছে লাকিরচর সরকারী আশ্রয়ণ প্রকল্পটি। গত ১০ দিনে ১৭টি ঘর নদীতে চলে গেছে। নদীতে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে অন্তত ২০টি ঘর। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর প্রতিবছর বর্ষাকালে তীব্র ভাঙ্গনের কবলে পড়ছে আশ্রয়ণ প্রকল্পটি। ১১ বছরে ১৬০টি ঘরের মধ্যে স্কুল, কমিউনিটি সেন্টারসহ ৮০টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঘরহারা এসব মানুষ খোলা আকাশের নিচে, অন্যের ঘরে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। সরকারীভাবে কয়েকবার নদী তীরে বাঁধ নির্মাণের কথা বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। মঙ্গলবার সরজমিনে দেখা যায়, ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠা আশ্রয়ণ প্রকল্পে প্রবেশের একমাত্র রাস্তাটি যে কোন সময় ভেঙ্গে যেতে পারে।এছাড়াও নদীর তীর ঘেঁষে থাকা ঘরের লোকজন মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তীব্র স্রোতের কারণে প্রতিনিয়ত ভাঙছে নদীর তীর।
×