ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শিমুল হত্যা মামলার ৭ আসামির আত্মসমর্পণ

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ আগস্ট ২০১৭

 সাংবাদিক শিমুল হত্যা মামলার ৭ আসামির  আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২২ আগস্ট ॥ শাহজাদপুরে আলোচিত সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীটভুক্ত পলাতক ৭ আসামি মঙ্গলবার শাহজাদপুর কোর্টে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার সকালে শিমুল হত্যার চার্জশীটভুক্ত ৭ আসামি আঃ রাজ্জাক, সাইফুল, আজিজুল হক আপন, আবু হানিফ, শাহান আলী, হুমায়ুন ও সোহেল আকন্দ আদালতে হাাজির হয়ে তাদের আইনজীবী জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তৎকালীন পৌর মেয়র হালিমুল হক মিরুর গুলিতে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহত হন। বাকৃবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কর্মকমিশনে কৃষি অর্থনীতিবিদদের জন্য আলাদা ক্যাডার সার্ভিস চালুসহ ১৪ দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা। মানববন্ধনে বিসিএস এ কৃষি বিপণন অধিদফতরের অধীনে সহকারী পরিচালক, বিসিএস শিক্ষা ক্যাডার, পরিসংখ্যান কর্মকর্তা, বিভিন্ন সরকারী চাকরিতে অর্থনীতির পাশাপাশি কৃষি অর্থনীতির গ্র্যাজুয়েটদের সমান অধিকার, বিভিন্ন সরকারী গবেষণা প্রতিষ্ঠানে কৃষি অর্থনীতি নামে আলাদা বিভাগ চালু করে নিয়োগ প্রদানসহ ১৪ দফা দাবি উপস্থাপন করে।
×