ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৈলাশটিলা ফ্যাকশনেশন প্লান্ট ৮ দিন ধরে বন্ধ

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ আগস্ট ২০১৭

কৈলাশটিলা ফ্যাকশনেশন প্লান্ট ৮ দিন ধরে বন্ধ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পরিবহন জটিলতার কারণে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাস ফিল্ডে অবস্থিত জ্বালানি পদার্থ পৃথকীকরণ ফ্যাকশনেশন প্লান্ট গত ৮ দিন ধরে বন্ধ রয়েছে। পরিবহনের বিরোধ নিয়ে একপক্ষ অন্যপক্ষের ওপর দোষ চাপিয়ে দায় এড়াতে গিয়ে উৎপাদনমুখী এ প্রতিষ্ঠানের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছেÑ কোম্পানিকে। প্লান্ট বন্ধ থাকায় ৩-৪শ’ পরিবহন শ্রমিকও বেকার হয়ে পড়েছে। দেশের অপরিশোধিত জ্বালানি পদার্থ থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেনসহ বিভিন্ন ধরনের পদার্থ পৃথকীকরণের জন্য যে কটি (ফ্যাকশনেশন) প্লান্ট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছেÑ গোলাপগঞ্জ কৈলাশটিলা ফ্যাকশনেশন প্লান্ট। এ প্লান্টের মাধ্যমে প্রক্রিয়াজতকৃত জ্বালানি পদার্থ পদ্মা, মেঘনা, যমুনা কোম্পানি বিপিসির মাধ্যমে ট্যাংকলরি দ্বারা পরিবহন করে আসছে। ৯ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংকলরি দ্বারা এতদিন মালামাল পরিবহন চলে আসছে। সম্প্রতি আলাদা একটি পক্ষ ১৩ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংকলরি দ্বারা জ্বালানি পদার্থ পরিবহন করতে চাইলে দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ব্যাপারে কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ডিজিএম প্রকৌশলী আব্দুল জলিল প্রমাণিক জানান তাদের উৎপাদিত জ্বালানি পদার্থ পরিবহন না করায় নির্ধারিত ট্যাংকগুলো লোড হয়ে গেছে। ফলে গত ১৫ আগস্ট থেকে ফ্যাকশনেশন প্লান্টের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রতিদিন ৩শ’ ব্যারেল জ্বালানি পদার্থ উৎপাদন হচ্ছে না।
×