ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ আগস্ট ২০১৭

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-অস্ট্রেলিয়া আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি প্যানেলের তিন আম্পায়ার ইংল্যান্ডের ইয়ান গোল্ড, পাকিস্তানের আলিম দার ও নিউজিল্যান্ডের নাইজেল লং। ২৭ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আলিম দার ও নাইজল লং। টিভি আম্পায়ারের দায়িত্ব সামলাবেন ইয়ান গোল্ড। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ওই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আলিম দার। আর অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইয়ান গোল্ড ও নাইজেল লং। সিরিজে থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম । মুন্সি স্কুল স্কোয়াশ টুর্নামেন্ট কুমিল্লায় স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৪ আগস্ট থেকে কুমিল্লার ক্যান্টনমেন্ট স্কোয়াশ কোর্টে শুরু হবে ‘মুন্সি স্কুল স্কোয়াশ টুর্নামেন্টে’র প্রথম আসর। লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে (অনুর্ধ-১৬) মোট পাঁচটি স্কুলের ছাত্র-ছাত্রীরা দুটি বিভাগে অংশ নেবে। প্রতি দলে থাকবে চার খেলোয়াড় (খেলবে তিনজন, একজন রিজার্ভ)।
×