ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০৩০ বিশ্বকাপ উরুগুয়ে-আর্জেন্টিনায়!

প্রকাশিত: ০৫:৩৭, ২৩ আগস্ট ২০১৭

২০৩০ বিশ্বকাপ উরুগুয়ে-আর্জেন্টিনায়!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর বিশ্বকাপ ফুটবলের ১০০ বছর পূর্তি হবে ২০৩০ সালে। শতবছর পূর্তির বিশ্বকাপ দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও উরুগুয়েতে যৌথভাবে হওয়ার জোরালো সম্ভাবনা আছে। দেশ দু’টি অনেক আগে থেকেই বিশ্বকাপ আয়োজন করার কথা ভাবছে। ২০১৩ সালে সর্বপ্রথম এমন ইচ্ছার কথা জানায় তারা। অবশেষে সেটাই সত্যি হতে চলেছে। আগামী সপ্তাহে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে আনুষ্ঠানিক প্রর্থিতা ঘোষণা করবে উরুগুয়ে ও আর্জেন্টিনা। প্রার্থিতা ঘোষণার অনুষ্ঠানে দুইদেশের দুই শীর্ষ নেতা অংশ নিবেন বলে মঙ্গলবার জানিয়েছেন উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাজকুয়েজ। তিনি বলেন, আগামী ৩০ আগস্ট আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরি উরুগুয়ে সফরে আসলে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। আগামী ৩১ আগস্ট ২০১৮ সালের বিশ্বকাপ বছাইপর্বের ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দল দু’টি। দীর্ঘদিন ধরেই দক্ষিণ আমেরিকার প্রতিবেশী দেশ দু’টি যৌথভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজনের বিষয়ে ইঙ্গিত দিয়ে আসছিল। দু’দেশই দুইবার করে বিশ্বকাপের শিরোপা জয় করেছে। উরুগুয়ে বিশ্বকাপের উদ্বোধনী আসরের (১৯৩০) পর ১৯৫০ সালে দ্বিতীয়বার শিরোপা জয় করে। অপরদিকে ১৯৭৮ সালে নিজ দেশে বিশ্বকাপের শিরোপা জয় করা আর্জেন্টিনা দ্বিতীয় বিশ্বচ্যাম্পিয়ন হয় মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ আসরে। দক্ষিণ আমেরিকায় সর্বশেষ বিশ্বকাপের আসর বসেছিল ২০১৪ সালে ব্রাজিলে। যে কারণে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য তাদের এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। কারণ ওই আসরের আয়োজক হওয়ার জন্য ইতোমধ্যে মাঠে নেমেছে চীন। রাশিয়ায় আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পর ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করবে কাতার।
×