ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোচিংয়ে নামলেন গ্রায়েম স্মিথ

প্রকাশিত: ০৫:৩১, ২৩ আগস্ট ২০১৭

কোচিংয়ে নামলেন গ্রায়েম স্মিথ

স্পোর্টস রিপোর্টার ॥ কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া নতুন ‘টি২০ গ্লোবাল লীগ’ টুর্নামেন্টে বেনোনি জালমির দায়িত্ব নিয়ে কোচিং জীবন শুরু করতে যাচ্ছেন দেশটির সাবেক তারকা ব্যাটসম্যান। কোচ হিসেবে স্মিথের প্রথম এসাইনমেন্ট হচ্ছে আগামী সপ্তাহের খেলোয়াড় নিলাম। আটটি দলের অংশ গ্রহণে নতুন এ টুর্নামেন্টে মোট চার শ’ খেলোয়াড় অংশ নিচ্ছে। ২০০২-২০১৪ পর্যন্ত নিজ দেশের হয়ে ১১৭ টেস্ট, ১৯৭ ওয়ানডে এবং ৩৩টি টি২০ খেলেছেন ৩৬ বছর বয়সী স্মিথ। ২০১৪’র মার্চে ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও সবাইকে অবাক করে দিয়ে মাত্র ৩৩ বছর বয়সে অবসর নেন তুখোড় এই ব্যাটসম্যান। ক্যারিয়ারে ১১৭ টেস্টে ১০০’র ওপরে দলকে নেতৃত্ব দিয়েছেনÑ ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনাও বিরল। আইরিশ বান্ধবীকে বিয়ে করে আয়ারল্যান্ডে থিতু হয়েছিলেন। শোনা যাচ্ছিল সেখানেই নতুন করে ক্রিকেট ক্যারিয়ার শুরু করবেন। তবে সম্প্রতি রাসেল ডোমিঙ্গোর কাছ থেকে জন্মভূমি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে ফেবারিটদের অন্যতম একজন হিসেবে বিবেচিত হচ্ছিলেন তিনি। কোচ নির্বাচক প্যানেল সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা ও বর্তমানে ইংল্যান্ড দলের কোচ ওতিস গিবসনের নাম সুপারিশ করে।
×