ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

র‌্যাঙ্কিংয়ে কুকের উল্লম্ফন

প্রকাশিত: ০৫:৩১, ২৩ আগস্ট ২০১৭

র‌্যাঙ্কিংয়ে কুকের উল্লম্ফন

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মািটতে উইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক ডে-নাইট টেস্টে বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে জো রুটের ইংল্যান্ড। ২৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সাবেক অধিনায়ক এ্যালিস্টার কুক। উদ্ভাসিত নৈপুণ্যে র‌্যাঙ্কিংয়েও উল্লম্ফন হয়েছে দেশটির রেকর্ড সর্বোচ্চ রানের মালিকের। ছয় ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন কুক। একই সঙ্গে ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে থাকা বিরাট কোহলির সঙ্গেও রেটিং ব্যবধান কমিয়ে এনেছেন তিনি। ২০১৩ সালের মার্চে এরচেয়েও ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং পেয়েছিলেন ইংলিশ ওপেনার। তখন স্থান করে নিয়েছিলেন পাঁচে। ৭৯৮ রেটিং নিয়ে ছয়ে কুক। ৮০৬ রেটিং নিয়ে তার আগে ভারত অধিনায়ক কোহলি। কুকের সঙ্গে জুটিতে রেকর্ড গড়া অধিনায়ক জো রুটও বাড়িয়েছেন রেটিং। দ্বিতীয় স্থানে থাকা রুট ১৩তম শতক হাঁকিয়ে বাড়িয়েছেন ১৪ পয়েন্ট। তার রেটিং ৯০৫। শীর্ষে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। তার রেটিং ৯৪১। অবশ্য বোলারদের র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি। শীর্ষ বিশের কোন অবস্থানের হেরফের হয়নি। তবে এজবাস্টন টেস্টের পর জেমস এ্যান্ডারসন ১৫ ও স্টুয়ার্ট ব্রড ৬ পয়েন্ট বাড়িয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা এ্যান্ডারসনের পয়েন্ট ৮৭৫। আর সপ্তম স্থানে থাকা ব্রডের রেটিং ৭৮১। যথারীতি বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।
×