ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গেইলরা ফিরলেন, উইন্ডিজ কি ফিরবে?

প্রকাশিত: ০৫:২৯, ২৩ আগস্ট ২০১৭

গেইলরা ফিরলেন, উইন্ডিজ কি ফিরবে?

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রেট জোয়েল গার্নার ম্যানেজারের দায়িত্ব নেয়ার পরই বলে আসছিলেন ক্যারিবীয় ক্রিকেটের হারানো গৌরব পুনরুদ্ধারে প্রথমেই সেরা খেলোয়াড়দের দলে ফেরাতে হবে। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি২০ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বড় তারকা ক্রিস গেইল এবার ওয়ানডেতেও জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত পনের সদস্যের দলে আছেন আরেক অভিজ্ঞ পারফর্মার মারলন স্যামুয়েলসও। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অবস্থা কতটা নাজুক তা র‌্যাঙ্কিংই বলে দিচ্ছে। ওয়ানডেতে ৯ নম্বরে ক্যারিবীয়রা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি তারা। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে হবে। নইলে অতিক্রম করতে হবে বাছাইপর্বের বাধা। গেইল-স্যামুয়েলরা দলে ফেরায় নিঃসন্দেহে টিমের চেহারা পাল্টে যাবে। বেতনভাতাসহ বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্ব চলে আসছিল। অচলাবস্থা নিরসনে খেলোয়াড়দের পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স এ্যাসোসিয়েশনের (ডব্লুআইপিএ) প্রস্তাবে ক্রিকেট কর্তাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ফেরার দুয়ার খুলে দেয়। ২০১৯ বিশ্বকাপে তারকাসমৃদ্ধ উইন্ডিজ দল দেখার আশাটা তো করতেই পারেন সমর্থকরা। এমনিতে ডব্লিউআইসিবির সঙ্গে দেশটির ক্রিকেটারদের সাপে-নেউলে সম্পর্ক দীর্ঘদিনের। বোর্ডের সমালোচনা করায় রেকর্ড দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপ জেতানোর পরের সিরিজেই বাদ পড়েন সে সময়ের অধিনায়ক ড্যারেন সামি। দীনেশ রামদিন, ড্যারেন ব্রাভোর সঙ্গে গেইলও ডব্লিউইআইসিবির প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনের সমালোচনা করে রোশানলে পড়েছিলেন। যদিও রামদিন-ব্রাভো-সামিরা এখন পর্যন্ত ব্রাত্যই রয়ে গেছেন। ডব্লিউআসিবির নতুন নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে নির্দিষ্ট ফরমেটে খেললেই শুধু সেই ফরমেটে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য বিবেচিত হন। কিন্তু গেইল-স্যামুয়েলসরা ঘরোয়া ক্রিকেটে শুধু টি২০ খেলেন। বোর্ডের নিয়ম তাই টেস্ট ও ওয়ানডে থেকে দূরে রেখেছিল তাদের। তবে গত মাসে এই নিয়ম শিথিল করে বোর্ড। সেটারই প্রতিফলন গেইলদের ওয়ানডে দলে ফেরা। গেইল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালের মার্চে, আর স্যামুয়েলস ২০১৬ সালের অক্টোবরে। তাদের ওয়ানডে দলে ফেরা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেন, ‘ওয়ানডে দলে ফেরায় নির্বাচক প্যানেল ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসকে স্বাগত জানাচ্ছে। তারা দু’জন আমাদের ব্যাটিংয়ের মান বাড়াবে এবং দলের তরুণ ব্যাটসম্যানদের পরিচর্যায় সাহায্য করবে।’ ব্রাউন আরও জানিয়েছেন, সুনীল নারাইন ও ড্যারেন ব্রাভো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের জন্য তাদের নিতে অনাগ্রহ দেখিয়েছেন। নাইরন যদিও আবার ওয়ানডে খেলতে চেয়েছেন তবে তাকে আঞ্চলিক সুপার ৫০ ওভারের প্রতিযোগিতায় খেলতে বলেছে বোর্ড। ব্রাভো বলেছেন, তাকে নির্বাচনের জন্য পাওয়া যাবে না। ডোয়াইন ব্রাভো এখনও শতভাগ ফিট নন। আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন এই অলরাউন্ডার। সর্বশেষ ওয়ানডে খেলা দল থেকে বাদ পড়েছেন ওপেনার কাইরেন পাওয়েল, অলরাউন্ডার জোনাথন কার্টার ও রোস্টন চেস। ফিরেছেন ফাস্ট বোলার জেরম টেলর। ২০১৬ সালের জুনের পর কোন ওয়ানডে খেলেননি তিনি। তবে গত মাসে ভারতের বিপক্ষে একমাত্র টি২০তে ছিলেন। ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্টের সিরিজ শেষে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে। আগামী ১৯ সেটেম্বর হবে প্রথম ওয়ানডে। এর আগে ১৩ সেপ্টেম্ব^র আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল ॥ জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, মিগুয়েল কামিন্স, কাইল হোপ, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, এ্যাশলি নার্স, রোভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, জেরোম টেইলর ও কেসরিক উইলিয়ামস।
×