ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাশিয়ার জঙ্গী বিমানের হামলায় ধ্বংস হয়েছে আইএসের বড় ঘাঁটি

প্রকাশিত: ০৫:১৭, ২৩ আগস্ট ২০১৭

রাশিয়ার জঙ্গী বিমানের হামলায় ধ্বংস হয়েছে আইএসের বড় ঘাঁটি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার স্থল বাহিনী ও রাশিয়ার বিমান বাহিনীর তাড়া খেয়ে রাক্কা প্রদেশের দক্ষিণাঞ্চল ও হমস প্রদেশের পশ্চিমাঞ্চল থেকে সরে গিয়ে আইএস তাদের বাহিনীকে দিয়ের আল জোরের চারদিকে মোতায়েন করছিল। রাশিয়ার বিমানগুলো আইএসের সামরিক রসদও ধ্বংস করে দিয়েছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে। তবে কখন হামলাটি চালানো হয়েছে সে বিষয়ে কিছু বলেনি তারা। সিরিয়ার দিয়ের আল জোর শহরের দিকে এগিয়ে যাওয়ার সময় ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের একটি বড় লাইন রাশিয়ার জঙ্গী বিমানের হামলায় ধ্বংস হয়ে গেছে বলে খবর হয়েছে। এতে আইএসের দু’শ’রও বেশি জঙ্গী নিহত হয়েছে বলে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। সূত্র ॥ ইন্টারনেট
×