ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবচেয়ে দ্রুতগামী বুলেট ট্রেন

প্রকাশিত: ০৪:৫৬, ২৩ আগস্ট ২০১৭

সবচেয়ে দ্রুতগামী বুলেট ট্রেন

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বুলেট ট্রেন আবার চালু করবে চীন। বেজিং থেকে সাংহাইগামী ট্রেনটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) বেগে মাত্র ৪ ঘণ্টা ৩০ মিনিটে এক হাজার ২৫০ কিলোমিটার (৭৭৭ মাইল) পথ পাড়ি দেবে। রেলপথটি তৈরিতে ৩৬ হাজার কোটি মার্কিন ডলার খরচ হয়েছে। আগামী মাসে ট্রেনটি চালু হবে। -টাইমস অব ইন্ডিয়া বিরল প্রজাতির কোয়েলা অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় মঙ্গলবার একটি বিরল প্রজাতির শ্বেত কোয়েলার বাচ্চা আনা হয়েছে। দেশবাসীর কাছ থেকে কোয়েলার বাচ্চাটির জন্য একটি নাম ঠিক করতেই মূলত তাকে এখানে আনা হয়েছে। শ্বেত কোয়েলাটি অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় এ বছর গ্রীষ্মে জন্ম নেয়া ১২টি কোয়েলার একটি। বিখ্যাত ‘কুমির শিকারী’ স্টিভেন ইরভিনের প্রতিষ্ঠিত চিড়িয়াখানাটি দেশটির কুইন্সল্যান্ডে অবস্থিত। এএফপি
×