ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়ায় ভিসা কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৪:৫৪, ২৩ আগস্ট ২০১৭

রাশিয়ায় ভিসা কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র

রাশিয়ায় ভিসা কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মার্কিন দূতাবাস জানিয়েছে, সব ধরনের ভিসার কাজ ৯ দিনের জন্য স্থগিত করা হয়েছে। আর মার্কিন কনস্যুলেটগুলোতে ভিসা কাযর্ক্রম বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। ইয়াহু নিউজ। রুশ সরকার মার্কিন দূতাবাসের কর্মীসংখ্যা কমাতে বলার কারণেই এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন এ নিষেধাজ্ঞার জবাবে মস্কো সেখানকার মার্কিন দূতাবাসকে কর্মীসংখ্যা কমাতে বলেছিল। সোমবার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, রাশিয়াজুড়ে সব অনঅভিবাসী ভিসা কাযর্ক্রম ২৩ আগস্ট থেকে বন্ধ হয়ে যাবে। ১ সেপ্টেম্বর থেকে কেবল মস্কোর মার্কিন দূতাবাসে আবার তা চালু হবে। আর মার্কিন কনস্যুলেটগুলোতে ভিসা কাযর্ক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য যারা ইতোমধ্যেই ভিসার আবেদন করেছেন সেগুলো নয়দিনের জন্য বাতিল হয়ে যাবে। তাদেরকে আবার নতুন করে ভিসা আবেদন করার নির্দেশ দেয়া হবে। তবে মস্কোর মার্কিন দূতাবাস এবং তিনটি মার্কিন কনস্যুলেটই যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরী ও নিয়মিত সেবা চালু রাখবে বলেও বিবৃতিতে জানানো হয়।
×