ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরাকে প্রভাব বাড়াতে সৌদি আরবের উদ্যোগ

প্রকাশিত: ০৪:৫৩, ২৩ আগস্ট ২০১৭

ইরাকে প্রভাব বাড়াতে সৌদি আরবের  উদ্যোগ

ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদরের গত মাসে আকস্মিকভাবে সৌদি আরব সফরের মাধ্যমে এই আভাস পাওয়া যাচ্ছে যে, সুন্নীদের ক্ষমতার প্রাণকেন্দ্র এই দেশটি ইরাকের নীতিনির্ধারণী ক্ষেত্রে ইরানকে দূরে রাখতে চায়। এএফপি। ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেন ১৯৯০ সালে কুয়েত দখল করে নেয়ার পর রিয়াদ বাগদাদের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়। এ সময় সৌদি আরব দেশটির সঙ্গে সব স্থলপথও বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ২০০৩ সালে সাদ্দামকে উৎখাত করার পরও এই কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসান হয়নি। কেননা, সাদ্দাম পরবর্তী ইরাকের শিয়া প্রভাবাধীন সরকার ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছিল। রিয়াদ কর্তৃপক্ষের আমন্ত্রণে গত মাসের শেষ দিক মুকতাদা আল সদরের সৌদি আরব সফরের সময় তার সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক অনুষ্ঠিত হয় এবং এরও দু’সপ্তাহ পর আবুধাবীতে সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্রদেশ সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ, জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আল সদরের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে রিয়াদে এবং পরে আবুধাবীতে দুই সুন্নী রাষ্ট্রের প্রভাবশালী দুই যুবরাজের সঙ্গে মুকতাদা আল সদরের এই বৈঠক আপাতদৃষ্টিতে সম্পর্কহীন মনে হলেও এর অন্তর্নিহিত তাৎপর্য আছে বলে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটন ভিত্তিক মিড্্ল ইস্ট ইনস্টিটিউটের গবেষক ফানার হাদ্দাদ বলেন, আল সদরকে রিয়াদ ও আবুধাবীতে আতিথেয়তা প্রদর্শনের মাধ্যমে সুন্নী দেশ দুটি তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলো বিশেষ করে ইরানকে বোঝাতে চায় যে, তারা ইরাকের আন্তঃশিয়া রাজনীতিতে প্রভাব ফেলতে সক্ষম।
×