ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৪:৪৩, ২৩ আগস্ট ২০১৭

বগুড়ায় পুলিশ হেফাজতে  মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ বগুড়ায় পুলিশের হেফাজতে মঙ্গলবার মাকসুদুল হক পিন্টু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেফতারের পর তাকে হাসপতালে ভর্তি করা হলে সে মারা যায়। নিহত ব্যক্তি ট্রাক চালক ছিলেন। তিনি শাহাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গ্রেফতারের পর নির্যাতনের কারণে তিনি মারা যান। পুলিশ দাবি করেছে, কোন নির্যাতন নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, পিন্টু শাহাজানপুর থানার একটি মামলার আসামি ছিলেন। দুপুরে কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ এস আই আনিস সাবরুল এলাকায় পিন্টুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকেলে সাড়ে ৩টার দিকে তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে কার্ডিওলোজি বিভাগে স্থানান্তর করা হলে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। পিন্টুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গ্রেফতারের পর মারপিটের কারণে তার মৃত্যু হয়। এব্যাপারে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, নিহত ব্যক্তির শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগে তার মৃত্যু হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল করা হবে।
×