ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডেমরায় ভ্যানচালক ইদ্রিস হত্যার রহস্য উদ্ঘাটন, ৩ আসামি পাকড়াও

প্রকাশিত: ০৮:০৮, ২২ আগস্ট ২০১৭

ডেমরায় ভ্যানচালক ইদ্রিস হত্যার রহস্য উদ্ঘাটন, ৩ আসামি পাকড়াও

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরায় ভ্যানচালক ইদ্রিস হাওলাদার হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তিন মাস পর ক্লুলেস এই হত্যাকা-ের তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশ হত্যাকা-ে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও উদ্ধার করেছে। সোমবার দুপুরে আটক তিনজনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। ওয়ারী জোনের ডিসি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ভ্যানচালক ইদ্রিস হাওলাদার হত্যাকা-ের কোন আলামত ছিল না। এ নিয়ে তদন্তে নামে থানা পুলিশের তদন্ত দল। প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত হিসেবে ভ্যানচালক মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। পরে নিহতের আত্মীয়-স্বজন ও কর্মস্থলে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই বেরিয়ে আসে হত্যাকা-ের মূল রহস্য। ডিসি জানান, তিন মাস পর রবিবার গভীররাতে ওয়ারী, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাচ্চু, মোঃ জয়নাল আবেদীন ও মোঃ জিয়াউর রহমান নামে তিন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ড-১১-১২৬৭) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ওই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
×