ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের জন্য এগিয়ে এলেন পরিবহন মালিক শ্রমিকরা

প্রকাশিত: ০৮:০৭, ২২ আগস্ট ২০১৭

বন্যার্তদের জন্য এগিয়ে এলেন পরিবহন মালিক শ্রমিকরা

স্টাফ রিপোর্টার ॥ বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। এজন্য ১৯ সদস্য বিশিষ্ট ‘ত্রাণ বিতরণ কমিটি’ গঠন করা হয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে। সোমবার বিআরটিসি ভবনে সমিতি কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, উত্তর-উত্তর-পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চলসহ প্রায় ২৫ লাখ মানুষ বন্যার কারণে মানবেতর জীবনযাপন করছেন। তিনি এই ক্রান্তিকালে সরকারের পাশাপাশি সড়ক পরিবহনের মালিক-শ্রমিকদেরও নিজ নিজ অবস্থান থেকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। সভা থেকে তাৎক্ষণিকভাবে ৫০ লাখ টাকার অনুদান সংগ্রহ করা হয়। বন্যার্তদের সাহায্যার্থে সভায় ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান হিরুকে আহ্বায়ক করে ১৯ সদস্যের ত্রাণ বিতরণ কমিটি গঠন করা হয়। এই কমিটি দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবে।
×