ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

Taslima Afroy;###;C/0 Shah Md. Idris & Hamida Ali.;###;B.Sc (HonrÕs) & M.Sc (First Class 1st);###;Achieved : Best Teacher Award, Lecturer in Zoology, Arambagh High School & College, Arambagh, Motijheel, Dhaka-1000. Mob: ০১৭১৭২৯৩৬১৯

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ জীববিজ্ঞান

প্রকাশিত: ০৬:১৮, ২২ আগস্ট ২০১৭

নবম-দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ জীববিজ্ঞান

প্রথম অধ্যায়: জীবন পাঠ আজকের আলোচনা: জীববিজ্ঞানের ধারণা ও জীববিজ্ঞানের শাখাসমূহ জীববিজ্ঞানের ধারণা: জীববিজ্ঞান , বিজ্ঞানের একটি মৌলিক শাখা। গ্রিক দার্শনিক অ্যারিস্ট্টলকে (খৃষ্টপূর্ব ৩৮৪-৩২২) জীববিজ্ঞানের জনক বলা হয়। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবনধারণ সর্ম্পকে সম্যক জ্ঞান পাওয়া যায় তাকেই জীববিজ্ঞান বলা হয়। জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা Biology| Biology শব্দটি দুটি ল্যাটিন শব্দ (bios + logos) নিয়ে গঠিত। bios অর্থ জীবন এবং logos জ্ঞান। জীববিজ্ঞানের শাখাসমূহ: দুটি শাখায় ভাগ করা যায়: ১) জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানকে দুটি শাখায় ভাগ করা হয়: ক) উদ্ভিদবিজ্ঞান (ইড়ঃধহু) : গ্রীক শব্দ ইড়ঃধহ থেকে উৎপত্তি যার অর্থ উদ্ভিদ। জীববিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের গঠন, উদ্ভিদের জৈবনিক ক্রিয়া এবং উদ্ভিদের জীবনধারণ সর্ম্পকে সম্যক জ্ঞান পাওয়া যায় তাকেই উদ্ভিদবিজ্ঞান (ইড়ঃধহু) বলা হয়। খ) প্রাণিবিজ্ঞান (তড়ড়ষড়মু) : তড়ড়ষড়মুু শব্দটি দুটি গ্রীক শব্দ (তড়ড়হ=প্রাণি ও ষড়মড়ং= জ্ঞান ) সমন্বয়ে গঠিত। জীববিজ্ঞানের যে শাখায় প্রাণির গঠন, প্রাণির জৈবনিক ক্রিয়া এবং প্রাণির জীবনধারণ সর্ম্পকে সম্যক জ্ঞান পাওয়া যায় তাকেই প্রাণিবিজ্ঞান (তড়ড়ষড়মু) বলা হয়। ২) জীবের কোন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে দুটি শাখায় ভাগ করা হয়েছে: অ) ভৌত জীববিজ্ঞান (চযুংরপধষ ইরড়ষড়মু): এ শাখায় জীববিজ্ঞানের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। আ) ফলিত জীববিজ্ঞান (অঢ়ঢ়ষরবফ ইরড়ষড়মু): জীবন-সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ এ শাখার অর্ন্তভুক্ত। এই শাখাদুটি আবার কতকগুলো শাখা নিয়ে গঠিত। নিচে এদের বর্ণনা করা হলো: অ) ভৌত জীববিজ্ঞান (চযুংরপধষ ইরড়ষড়মু): এতে সাধারণত নিচে উল্লিখিত বিষয়গুলো আলোচনা করা হয়: ১. অঙ্গসংস্থান (গড়ৎঢ়যড়ষড়মু): জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। এর দুটি ভাগ হচ্ছে ক) বহিঃঅঙ্গসংস্থান (ঊীঃবৎহধষ গড়ৎঢ়যড়ষড়মু): দেহের বাহ্যিক বর্ণনার বিষয় খ) অন্তঃঅঙ্গসংস্থান (ওহঃবৎহধষ গড়ৎঢ়যড়ষড়মু): দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়। ২. শ্রেণিবিন্যাসবিদ্যা(ঞধীড়হড়সু): জীবের শ্রেণিবিন্যাস ও রীতিনীতিসমূহ এ শাখার আলোচ্য বিষয়। ৩. শারীরবিদ্যা (চযুংরড়ষড়মু): জীবের যাবতীয় শারীরবৃত্তিয় কাজের বিবরণ এবং জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈবরাসায়নিক কার্যাদি, যেমন: শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ ইত্যাদি বিষয়সমূহ এ শাখার আলোচনার বিষয়। ৪. হিস্টোলজি (ঐরংঃড়ষড়মু): জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি এ শাখার আলোচনার বিষয়। ৫. ভ্রƒণবিদ্যা (ঊসনৎুড়ষড়মু): জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন,বিকাশ প্রভৃতি এ শাখার আলোচনার বিষয়। ৬. কোষবিদ্যা (ঈুঃড়ষড়মু): জীবদেহের কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সর্ম্পকে যাবতীয় আলোচনা এ শাখার বিষয়। ৭. বংশগতিবিদ্যা (ঊাড়ষঁঃরড়হ): জিন ও জীবের বংশগতিধারা সর্ম্পকে এ শাখার আলোচনার বিষয়। ৮. বিবর্তনবিদ্যা (এবহবঃরপং): পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা এ শাখার বিষয়। ৯. বাস্তুবিদ্যা (ঊপড়ষড়মু): প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা এ শাখার বিষয়। ১০. এন্ডোক্রাইনোলজি (ঊহফড়পৎরহড়ষড়মু): জীবদেহে হরমোন এর কার্যকারিতা বিষয়ক আলোচনা এ শাখার বিষয়। ১১. জীবভূগোল (ইরড়মবড়মৎধঢ়যু): এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি ও অভিযোজন, জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমন্ডলের শ্রেণিবিভাগ সম্পর্কিত বিদ্যা আলোচনা করা হয়। আ) ফলিত জীববিজ্ঞান (অঢ়ঢ়ষরবফ ইরড়ষড়মু): জীবন-সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ। এতে সাধারণত নিচে উল্লিখিত বিষয়গুলো আলোচনা করা হয়। পরবর্তীতে এদের বর্ণনা করা হলো: ১. প্রতœতত্ত্ববিদ্যা (চধষবড়হঃড়ষড়মু): প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। ২. জীবপরিসংখ্যানবিদ্যা (ইরড়ংঃধঃরংঃরপং): জীবপরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। ৩. পরজীবীবিদ্যা (চধৎধংরঃড়ষড়মু) : পরজীবিতা, পরজীবী জীবের জীবনপ্রণালি এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। ৪. মৎস্যবিজ্ঞান (ঋরংযবৎরবং): মাছ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। ৫. কীটতত্ত্ব (ঊহঃড়সড়ষড়মু): কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। ৬. অণুজীববিজ্ঞান (গরপৎড়নরড়ষড়মু): ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান। ৭. কৃষিবিজ্ঞান (অমৎরপঁষঃঁৎব) : কৃষিবিষয়ক বিজ্ঞান। ৮. চিকিৎসাবিজ্ঞান (গবফরপধষ ঝপরবহপব): মানবদেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। ৯. জিনপ্রযুক্তি (এবহবঃরপ ঊহমরহববৎরহম): জিনপ্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান। ১০. প্রাণরসায়ন (ইরড়পযবসরংঃৎু): জীবের প্রাণরাসায়নিক কার্যপ্রণালি, রোগ ইত্যাদি স¤পর্কিত বিজ্ঞান। ১১. পরিবেশবিজ্ঞান (ঊহারৎড়হসবহঃধষ ঝপরবহপব): পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। ১২. সামুদ্রিক জীববিজ্ঞান (ঙপবধহড়মৎধঢ়যু): সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান। ১৩. বনবিজ্ঞান (ঋড়ৎবংঃৎু): বন, বন সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। ১৪. জীবপ্রযুক্তি (ইরড়ঃবপযহড়ষড়মু): মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান। ১৫. ফার্মেসি (চযধৎসধপু): ওষুধশিল্প ও প্রযুক্তিবিষয়ক বিজ্ঞান। ১৬. বন্যপ্রাণিবিদ্যা (ডরষফষরভব): বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান। ১৭. বায়োইন্ফরমেটিকস্ (ইরড়রহভড়ৎসধঃরপং): কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন: ক্যান্সার, এইডস ইত্যাদি বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান।
×