ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারের সঙ্গে আলোচনায় বসার চেষ্টায় সুন্দরবন রক্ষা কমিটি

প্রকাশিত: ০৬:০৯, ২২ আগস্ট ২০১৭

সরকারের সঙ্গে আলোচনায় বসার চেষ্টায় সুন্দরবন রক্ষা কমিটি

স্টাফ রিপোর্টার ॥ রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে শেষে এসে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি সরকারের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করছে। সোমবার রামপাল প্রেক্ষিতে জাতীয় কমিটির গবেষণাপত্রগুলো সরকারের কাছে জমা দিয়েছে। এর আগে সরকার সুন্দরবন রক্ষায় পরিবেশবাদীদের নিয়ে সরকার বিভিন্ন সময়ে আলোচনায় বসে। তবে ওই সব আলোচনায় সরকারের কোন কথাই পরিবশেবাদীরা মানতে চায়নি। এরপর সরকার পরিবেশবাদীদের সঙ্গে আলোচনা করার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলে। এর মধ্যে রামপাল প্রকল্পের কাজ শুরু হলেও মাঠে আন্দোলন চালিয়ে যাচ্ছে পরিবেশবাদীরা। সোমবার পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনের কাছে নিজস্ব গবেষকদের করা বিভিন্ন প্রতিবেদন জমা দেয় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। কলামিস্ট আবুল মকসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর বিদ্যুত ভবনে বিদ্যুত বিভাগের নীতি ও গবেষণা শাখা পাওয়ার সেলের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ হোসেনের কাছে প্রতিবেদনগুলো জমা দেন তারা। সেখানে তারা প্রায় পনের মিনিট অবস্থান করেন। প্রতিবেদনের সঙ্গে সরকারকে একটি চিঠিও দেয়া হয়েছে বলে জানিয়ে সুন্দরবন রক্ষা কমিটির সদস্য সচিব ডাঃ আবদুল মতিন বলেন, চিঠিতে সরকারকে বলা হয়েছে তাদের বিশেষজ্ঞদের দিয়ে এ প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে এর ভুল-ত্রুটিগুলো তাদের জানাতে। প্রয়োজনে এসব বিষয়ে উভয়পক্ষের বিশেষজ্ঞদের মধ্যে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বক আবুল কালাম আজাদ তাদের প্রতিবেদনগুলো দেখতে চেয়েছেন। পাওয়ার সেলের ডিজির মাধ্যমে তা তার কাছে পাঠানো হয়েছে। পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন জনকণ্ঠকে বলেন, আমি এখনও প্রতিবেদনগুলো দেখিনি। আমরা আগে থেকে বলে আসছি কোন গবেষণায় রামপাল প্রকল্পের জন্য গ্রহণযোগ্য কোন কিছু থাকলে সরকার তা গ্রাহণ করবে।
×